ভিডিও বার্তা পাঠিয়েছে রোবট সোফিয়া। ৩০ সেকেন্ডের ভিডিওতে সোফিয়া বাংলাদেশের ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় অংশগ্রহণ করার কথা নিশ্চিত করে। আজ বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ভিডিও বার্তায় সোফিয়া বলে, হ্যালো বাংলাদেশ, ‘আমি সোফিয়া। আমি হেন্সন রোবটিক্সের তৈরি পৃথিবীর প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি ও ডেভিড হেন্সন ঢাকায় আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ তে অংশগ্রহণ করছি। এমন বড় ইভেন্টের অংশীদার হওয়ার জন্য আমি অধীর অপেক্ষায় আছি। বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন ও ইসলামী ব্যাংক বাংলাদেশকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করছি, সবার সাথে দেখা হবে।’
সোফিয়া ইংরেজিতে কথা বলেও শেষে সে বাংলায় ধন্যবাদ দেয়।
আগামী ৫ ডিসেম্বর রাত ১২টায় রোবট সোফিয়া ঢাকায় আসবে। এ সময় সঙ্গে তার নির্মাতা ডেভিড হ্যানসনও থাকবেন। সোফিয়া নিজেই অ্যানিমেশন নিয়ে একটি সেশন করবে।
ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় আন্তর্জাতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বেশ কয়েকটি দেশের মন্ত্রী অংশ নেবেন। ৭ ডিসেম্বর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আয়োজনে গত আট বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে যাবতীয় অর্জন তুলে ধরা হবে মেলায়। অনুষ্ঠিত হবে প্রযুক্তি বিষয়ক ২৯টি সেমিনার।
পুরো আয়োজনে পাঁচ লাখেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ডিজিটাল ওয়ার্ল্ড সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে এজন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে ডিজিটাল ওয়ার্ল্ড ডট ওআরজি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে। অনুষ্ঠানস্থলেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।
আগামী ৫ ডিসেম্বর রাত ১২টায় রোবট সোফিয়া ঢাকায় আসবে। এ সময় সঙ্গে তার নির্মাতা ডেভিড হ্যানসনও থাকবেন। সোফিয়া নিজেই অ্যানিমেশন নিয়ে একটি সেশন করবে।
ডিজিটাল ওয়ার্ল্ড মেলায় আন্তর্জাতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বেশ কয়েকটি দেশের মন্ত্রী অংশ নেবেন। ৭ ডিসেম্বর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আয়োজনে গত আট বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে যাবতীয় অর্জন তুলে ধরা হবে মেলায়। অনুষ্ঠিত হবে প্রযুক্তি বিষয়ক ২৯টি সেমিনার।
পুরো আয়োজনে পাঁচ লাখেরও বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা আয়োজকদের। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত ডিজিটাল ওয়ার্ল্ড সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে এজন্য বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে হবে ডিজিটাল ওয়ার্ল্ড ডট ওআরজি ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে। অনুষ্ঠানস্থলেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকবে।
Comments
Post a Comment