চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। 

আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে ওই সংগঠন প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশে বক্তারা বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সরকার একনায়কতন্ত্র কায়েম করার প্রচেষ্টা চালাচ্ছে। আগামী দিনে সরকারবিরোধী যে কোনো আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবদলের সভাপতি কাজী বেলাল। সমাবেশে বক্তব্য রাখেন নগর যুবদলের সহসভাপতি শাহাজান কবির শাহন, নূর মোহাম্মদ আহমেদসহ যুবদলের অন্য নেতারা। 

Comments