সিলেটে চলছে নায়ক বাপ্পী ও নায়িকা বিদ্যা সিনহা মিমের রোমান্স ও অ্যাকশন দৃশ্যের শুটিং। ‘দাগ’ শিরোনামে ছবিটি পরিচালনা করছেন তারেক শিকদার। গতকাল সোমবার থেকে ছবির গান ও অ্যাকশন দৃশ্যের শুটিং শুরু হয়েছে। আগামী মাসের ১ তারিখ শুটিং শেষে ইউনিটের ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।
পরিচালক তারেক শিকদার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা গতকাল থেকে সিলেটের শ্রীমঙ্গলে বাপ্পী ও মিমের একটি গানের শুটিং করছি। এ ছাড়া এখানে দুটি ফাইটের শুটিং করব। সব কাজ শেষ করে আমাগী মাসের ১ তারিখ শুক্রবার আমরা ঢাকায় ফিরব। এর মধ্যে দিয়েই আমাদের ছবির শুটিংয়ের কাজ শেষ হবে।’
তারেক শিকদার লোকেশন নিয়ে বলেন, ‘আমরা ছবির গানগুলো সিলেটের শ্রীমঙ্গলের সুন্দর কিছু লোকেশনে শুটিং করেছি। আবার এমনও হয়েছে যে সিলেটে ভেতরের দিকে কিছু লোকেশনে গিয়েছি। যেখানে যেতে আপনাকে হাঁটতে হবে ঘণ্টাখানেক, তারপর আবার চড়তে হবে ভ্যানে। আমি বাপ্পী ও মিমকে ধন্যবাদ দেব, তাঁরা আমাদের সাথে অনেক কষ্ট করছেন। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে বাংলাদেশের সুন্দর লোকেশন তুলে ধরা আমার দায়িত্ব। আশা করি, ছবির সাথে গানেগুলোও দর্শক পছন্দ করবেন।’
ছবির নায়ক বাপ্পী বলেন, ‘আমরা এখানে রোববার রাতে এসে পৌঁছেছি। গতকাল সোমবার থেকে ছবির শুটিং করছি। আজ শেষ হবে গানের কাজ। আগামীকাল থেকে আমরা ফাইটের কাজ শুরু করব। আমার সাথে আছেন মিম। মিমের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি ছবিতে কাজ করেছি। এই ছবিতে আমাদের রোমান্স ও অ্যাকশন দর্শক পছন্দ করবেন। ছবির গানে দর্শক সুন্দর লোকেশন দেখতে পাবেন।’
‘দাগ’ তারেক শিকদার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ত্রিভুজ প্রেমের এই ছবিতে বাপ্পী ও মিম ছাড়াও আছেন নায়িকা আচল আঁখি।
Comments
Post a Comment